ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টাইগার যুবাদের হার: সেমিতে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৬ জানুয়ারি ২০১৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে টাইগার যুবারা। শেষচারের লড়াইয়ে ভারতের কাছে ১৩১ রানে হেরে গেছে তারা।

ম্যাচে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৬ রানেই মনজতকে সাজঘরে ফেরান কাজী অনিক। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। দলটির পক্ষে ৮৬ রানের জুটি করেন প্রিতভি শাহ ও শুবমান গিল। প্রিতভি ৪০ রান করে সজঘরে ফিরলেও শুবমান তুলে নেন হাফ সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ৮৬ রান।

শেষ দিকে উইকেট হারালেও এক প্রান্ত ধরে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন অভিষেক শর্মা। তার ৫০ রানের উপর ভর করে ২৬৫ রানের সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে কাজী অনীক নেন ৩ উইকেট, নাঈম হাসান ও সাইফ হাসান নেন ২টি করে উইকেট।

২৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি যুবাদের। মাত্র ১২ রান করেই সাজঘরে ফিরে যান মোহাম্মদ নাঈম। এদিন উইকেটে টিকতে পারেননি অধিনায়ক সাইফও। তিনি করেন ১২ রান।

এরপর একের পর উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপ্রান্ত ধরে খেলা পিনাক বিদায় নেন ৪৩ রানে। দ্রুত সাজঘরে ফিরে যান হৃদয় (৯) ও আমিনুল (৩)। আফিফ কিছুটা ধরে খেলে ১৮ রান করলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি