টাইগারদের উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
প্রকাশিত : ০৭:৩৬, ২ জুন ২০১৮
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। এক কথায় বলতে গেলে আফগানিস্তান উড়িয়ে দিয়েছে টাইগার দলকে।
শুক্রবার রাতে ভারতের দেরাদুনের মাঠে বাংলাদেশের বেঁধে দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
মোসাদ্দেক হোসেন সৈকতের ২২ বলে ৩৮ রানের ইনিংসটিই বাংলাদেশ দলের সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর মুশফিকুর রহিমের, ৩২ বলে ২৭ রানের। তার আউট হওয়াটাও ছিল বেশ আলোচনার। তিনবার রিভার্স সুইপ করতে গিয়ে বেঁচে গেলেও চতুর্থবারে শর্ট থার্ডম্যানে ধরা পড়েছেন।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ১৪৫ রান জোগাড়ের পর আফগানদের টার্গেট দাঁড়ায় ১৪৬। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি ভেঙে দেন ওপেনিং পার্টনারশিপ। পঞ্চম ওভারে ২২ রানের মাথায় পড়ে আরও একটি উইকেট, নেন আবু হায়দার রনি। ব্যস, এখানেই শেষ বাংলাদেশের হাসি। এরপর কেবল বল কুড়োনোর কাজটা করতে পারলেন বাংলাদেশিরা।
হযরতউল্লাহ জেজাই ও মোহাম্মদ নবীদের এতো মারকুটে ব্যাটিংয়ের মধ্যে পেছাতে পেছাতে সাকিব বল হাতে নেন ১৪তম ওভারে। এতো পরে এসেও রেহাই মেলেনি, তার বলকেও বেধড়ক পিটুনি দিতে থাকেন জেজাই-নবীরা। শেষতক ১৭তম ওভারে, ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।
৩ জুন রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটি। একই ভেন্যুতে ৫ জুন দ্বিতীয়টি ও ৭ জুন শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এসএ/