টাইগারদের কোচের নাম জানা যাবে ১০ ডিসেম্বর!
প্রকাশিত : ২০:১৪, ৬ ডিসেম্বর ২০১৭
আগামী ১০ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে। বুধবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস বুধবার বিসিবি কার্যালয়ে সভাপতির সঙ্গে দেখা করেন। কয়েক দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ ও নির্বাচক জিওফ মার্শের আসার কথা।
বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা কোচিং স্টাফদের সঙ্গে ৯ ডিসেম্বর আলোচনায় বসবো। তার আগে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের তিন অধিনায়কের সঙ্গে আলোচনা করবেন। ১০ ডিসেম্বর বোর্ড সভায় আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছি।’
/ডিডি/