ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়ে- ২০৩/৭

টাইগারদের দরকার ৩ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৫, ১৫ নভেম্বর ২০১৮

শেষ দিনের দায়িত্বটা বোলারদের। সকাল থেকে তারা সেই চেষ্টাই করছেন। শুরুতে শন উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। এবার সিকান্দার রাজাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরালেন তাইজুল ইসলাম। জয়ের জন্য টাইগারদের দরকার আর মাত্র ৩ উইকেট।
আগের দিনের ২ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ইনফর্ম ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ৪ এবং শন উইলিয়ামস ২ রান নিয়ে খেলা শুরু করেন। শুরুটা তাদের ভালো ছিল। তবে খুব বেশিদূর এগোতে পারেননি।
এর আগে গতকাল চতুর্থ দিনে জবাব দিতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ে। বিনা উইকেটে ৬৮ রান তুলে ফেলে সফরকারীরা। কিন্তু এরপর ২ রানে ২ উইকেট হারান তারা। হ্যামিল্টন মাসাকাদজাকে (২৫) ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদী হাসান মিরাজ। অপর ওপেনার ব্রায়ান চারিকে (৪৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।
শেষ খবর পর্যন্ত ৭ উইকেটে ২০৩ রান করেছে জিম্বাবুয়ে।

পূর্বের নিউজ দেখুন :

মোস্তাফিজের বলে বোল্ড উইলিয়ামস

জয়ের জন্য বাংলাদেশের চাই ৮ উইকেট
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি