ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাইগারদের নতুন স্পিন কোচ সুনীল যোশী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:১৬, ২২ আগস্ট ২০১৭

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক স্পিনার সুনীল যোশী। সোমবার  বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যোশী দু্ই মাসের জন্য টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের।

তার সুপারিশেই হায়দরাবাদে যোশীর সঙ্গে আলোচনায় বসে বিসিবি। অবশেষে সেই আলোচনারই ফল জানা গেল।

উল্লেখ্য, যোশী ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি