ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টাইগারদের বিপক্ষে ত্রাস ছড়াতে নামছেন রোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৬ জুন ২০২২

কেমার রোচ

কেমার রোচ

শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে পাস করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ঢুকে গেলেন ক্যারিবীয় অভিজ্ঞ পেসার কেমার রোচ। বুধবার রাতেই দলে রোচের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে  ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। যদিও প্রাথমিকভাবে তাকে ছাড়াই প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। 

কাউন্টি ক্রিকেটে পাওয়া চোটের কারণে রোচকে ফিটনেস টেস্টে পাস করার শর্তে স্কোয়াডের সঙ্গে অনিশ্চিত হিসেবে রেখেছিল সিডব্লিউআই। ম্যাচের আগেরদিন ফিটনেস পরীক্ষায় উৎরে দলে ঢুকে গেলেন ৩৩ বছর বয়সী এ পেসার।

আর রোচকে দলে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত ক্যারিবীয় হেড কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘এই টেস্টের জন্য রোচ পুরোপুরি ফিট আছে দেখে ভালো লাগছে। সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা।’

এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ২৪২ উইকেট নিয়েছেন রোচ। এ বিষয়ে ফিল সিমন্স আরও বলেন, ‘তার সামনে এখন ২৫০ উইকেটের হাতছানি। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও দলের মধ্যে রোচ যে আবহ নিয়ে আসে- তাতে আমরা খুশি। তার নিয়মিত সাফল্য দেখার জন্য মুখিয়ে আছি।’

ক্যারিয়ারজুড়ে বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে ভয়ঙ্কর তিনি। ৯ টেস্টে তিনবার পাঁচ উইকেটসহ করেছেন ৩৪টি শিকার। বাংলাদেশের বিপক্ষে তার বোলিং গড় ২১.৪৭, উইকেটপ্রতি বল খরচ করেন মাত্র ৪৫টি।

এমনকি, মাত্র ৮ টেস্টে ৪৩টি উইকেট নিয়ে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনিই। এখানেও টাইগারদের বিপক্ষে তার রেকর্ড অনন্য। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৪৮ রানে ৬ উইকেট ছিল তার ক্যারিয়ার-সেরা রিটার্ন। আর ২০১৮ সালে তো বাংলাদেশকে ৪৩ রানে গুটিয়ে দেয়ার ম্যাচে মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন রোচ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জাইডেন সিলস, কেমার রোচ ও ডেভন থমাস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি