ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাইগারদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৩০ আগস্ট ২০১৭

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারানোর পর বাংলাদেশ দলকে এই অভিনন্দন জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জয়ে দল, খেলোয়াড় এবং কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।

অন্যদিকে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ খেলার শেষ দিকে নিজেই স্টেডিয়ামে উপস্থিত থেকে ক্রিকেট দলের সদস্যদের অনুপ্রেরণা যোগান তিনি। এ সময় তাঁকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে নাড়তে দেখা যায়।

বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া।

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুলদের ঘূর্ণির সামনে দ্বিতীয় ইনিংসে ২৪৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় টাইগার বোলাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২১ রানে অলআউট হলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এটি প্রথম টেস্ট জয়।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি