টাইগারদের ৫শ’ রানের নিচে রাখতে চায় শ্রীলঙ্কা
প্রকাশিত : ২১:৫৫, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:০১, ৩১ জানুয়ারি ২০১৮
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ৩৭৪ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের প্রথম দিনই অপরাজিত থেকে মোমিনুল হক একাই করেন ১৭৫ রান। আগামীকাল বাংলাদেশের লক্ষ্য যত বেশি রান করা যায়।
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা চান দ্বিতীয় দিনে বাংলাদেশ যেন বেশি রান করতে না পারে। তিনি বলেন, বাংলাদেশকে আমরা ৫০০ রানের নিচে বেধে রাখতে চাই।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে সামারাবিরা বলেন, ‘আসলে পিচের আচরণ সম্পর্কে জানতে হলে আমাদের ব্যাট করতে হবে। আমি মনে করি ভালো ব্যাটিং উইকেট। তবে আজকের দিনের শেষ দু’টি উইকেট আমাদের জন্য দারুণ কিছু ছিলো। বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে হবে। বিশেষ করে আগামীকাল প্রথম সেশনে। তাদেরকে ৫শ’ রানের নিচে আটকে রাখতে হবে। আজ অবশ্য আমরা ৩০-৪০ রান বেশি দিয়েছি।’
এসি/টিকে