ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টাইগাররা ব্যাটিং পরামর্শক পাচ্ছেন ওয়ানডে সিরিজেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:০৫, ১৯ জুলাই ২০১৮

বাংলাদেশ দলের প্রধান কোচ ঠিক হয়ে গেছে গত মাসেই। তবে কোচিং স্টাফদের মধ্যে শূন্যস্থান বাকি আছে আরও দু-একটি। এক বছরেরও বেশি সময় কেটে গেছে ব্যাটিং কোচ ছাড়া। এর মধ্যে বেশ কয়েকটা সিরিজও খেলেছে বাংলাদেশ দল। কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে ব্যাটিংয়ে দুর্বলতার ছাপ। তবে শেষ পর্যন্ত শূন্যস্থানটা পূরণ হয়ে যাচ্ছে দ্রুতই। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই ব্যাটিং পরামর্শক পাচ্ছেন সাকিব-তামিমরা।

টাইগারদের ব্যাটিং কনসালটেন্ট হিসাবে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। নতুন ব্যাটিং পরামর্শক ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন ২২ জুলাই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট, ৬৪ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন ৪২ বছর বয়সী ম্যাকেঞ্জি। এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসেবেও।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ২২ জুলাই। ম্যাকেঞ্জি কাজ শুরু করবেন প্রথম ওয়ানডে থেকেই।

বিসিবির প্রধান নির্বাহী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আশা করছি, ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। আমরা আশা করছি, ২২ তারিখের মধ্যে তিনি যোগ দেবেন।’

বিসিবির প্রধান নির্বাহী অবশ্য এখনই নতুন ব্যাটিং পরামর্শকের বিষয়ে বিস্তারিত বলতে চান না। নিজামউদ্দিন এতটুকুই জানালেন, ম্যাকেঞ্জিকে আনা হচ্ছে ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে। সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের যোগ দিতে দেরি হলেও চলে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নাভীদ নেওয়াজ। সাবেক এ শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে যুবাদের কোচ হিসেবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘২০২০ সালে পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। সেভাবে আমরা পরিকল্পনা করছি।’

আগামী ২২ জুলাই গায়ানায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের ওয়ানডে সিরিজ। ২৬ জুলাই দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে। ২৮ জুলাই সেন্ট কিটসে হবে শেষ ম্যাচ। পরে শুরু হবে দুদলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে আমেরিকায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি