ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

টাইব্রেকারে হেরে ছিটকে গেল নাপোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৮ জানুয়ারি ২০২৩

কোপা ইতালিয়ার রাউন্ড অফ সিক্সটিনে ক্রিমোনিজের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাপোলি। তবে ম্যাচে ছিল টান টান উত্তেজনা। বিরতির আগে এগিয়েও যায় নাপোলি কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে বসে দলটি।

বুধবার রাতে দিয়াগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হেরে যায় নাপোলি।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে নাপোলি। গোল শোধে মরিয়া চেষ্টা চালিয়ে ৩৩ মিনিটে সফলতা পায় স্বাগতিকরা। দলকে সমতায় ফেরান জুয়ান জেসুস। 

তিন মিনিট পর আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভানি সিমিওনের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নাপোলি। 

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ক্রিমোনিজকে ম্যাচে ফেরান ফেলিক্স আফেনা। নির্ধারিত ও অতিরিক্ত সময় আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। 

সেখানে নাপোলি একবার ব্যর্থ হলেও প্রতিবাই বল লক্ষ্যে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রিমোনিজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি