ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

টাইমস স্কয়ারে বর্ষবরণের প্রস্তুতি, শতকণ্ঠ গাইবে বৈশাখের গান

অখিল পোদ্দার, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত : ১২:০১, ১৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১২:১৮, ১৩ এপ্রিল ২০২৩

নিউইয়র্কের টাইমস স্কয়ার এবার বর্ণিল সাজে জানান দেবে বাঙালির চিরায়ত ঐতিহ্য বৈশাখের বহুমাত্রিক পার্বণ প্রসঙ্গ। বহু বছর ধরে পালিত বিশেষ দিনটিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে শতকন্ঠ গাইবে বাংলাদেশের ঋতু পর্বের নানান সঙ্গীত। 

ইউনেস্কোর ইনটানজিবল কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভূক্ত করতে বিশেষ আয়োজনে তুলে ধরবে চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখের মাহাত্ম। সবমিলে নববর্ষের সার্বজনীন আনুষ্ঠানিকতা বহুবর্ণিল হয়ে আলো ছড়াবে বিশ্বের কোটি মানুষের কাছে।

১ বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কের টাইম স্কয়ার থেকে যাত্রা শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। দিনভর নববর্ষ উদযাপনের বাকি অনুষ্ঠানের স্থান নির্ধারণ হয়েছে লিটল বাংলাদেশ হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। যেখানে ২ বৈশাখ ১৫ এপ্রিল শনিবার থাকছে একটানা আয়োজন। 

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস্। 

একুশে পদকপ্রাপ্ত নৃত্যসারথি মুক্তিযোদ্ধা লায়লা হাসানের নেতৃত্বে বাংলাদেশ থেকে এ আয়োজনে যোগ দিচ্ছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতার শিল্পী কমলিনী মুখোপাধ্যায় ও নন্দনা দেব সেনও এসেছেন নিউ ইয়র্কের বিশাল এ আয়োজনে। 

মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় শতকন্ঠে বর্ষবরণের মহড়াগুলো বিশেষ সাড়া ফেলায় যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে। গতকাল নেপালি রেস্তোঁরায় শতকন্ঠে বর্ষবরণে অংশগ্রহণকারী দেড় শতাধিক সংস্কৃতিজনের সামনে টাইম স্কয়ারে অনুষ্ঠানের নিয়ম শৃঙ্খলা প্রসঙ্গে শিল্পীদের করণীয় ও আনুপূর্বিক ধারণা দেন মুক্তধারার সভাপতি বিশ্বজিত সাহা। 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটননে সঞ্চালনায় এ সময় বিশ্বজিত সাহা বলেন, বাংলা বছরের প্রথম দিন ভোরের সূর্যোদয়ের সঙ্গে শতকন্ঠে গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়া হবে। এ অনুষ্ঠান চলবে সকাল আটটা পর্যন্ত। 

রমনার বটমূলের আদলে বর্ষবরণ অনুষ্ঠান হবে ১৫ এপ্রিল শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। সেদিন মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদেরা। আবহমান বাঙালি সংস্কৃতির সঙ্গীত পরিবেশন শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে একটানা রাত ১০টা পর্যন্ত। 

এ উপলক্ষে নববর্ষ পত্রিকার প্রধান সম্পাদক নুরুল বাতেনের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে সমৃদ্ধশালী স্মারকগ্রন্থ। 

সাংবাদিক ও কবি দর্পণ কবীর বলেন, বাংলা নববর্ষ উদযাপন বাঙালি সংস্কৃতির আবহমান উৎসব। এর সঙ্গে কোন ধর্মের সাংঘর্ষিকতা নেই। সকল ধর্মাবলম্বীদের সার্বজনীন এ উৎসবে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। 

নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে অভিবাসীদের বর্ষবরণের উৎসবে অংশ নেয়ার বিনীত অনুরোধ জানান নিউ ইয়র্ক শিল্পকলা একাডেমির সভাপতি বিশিষ্ট সংগঠক মনিকা রায় চৌধুরীসহ অন্যরা। 

বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে দেশ ও মাটির সঙ্গে শিশুদের পরিচয় করাতে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান বিশ্বজিৎ সাহা। 

গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি বলেন, ষাটের দশকে অসাম্প্রদায়িক চেতনা নিয় উৎসবের আমেজে বর্ষবরণ প্রচলন শুরু হয়। সেই আমেজ সমুন্নত রেখেই ১৪ এপ্রিল নিউইয়র্কে বর্ষবরণের যে আয়োজন তার সাফল্য আসবে এবারের ভিন্নধর্মী অংশগ্রহণের মাধ্যমে। বাংলা বর্ষবরণ ঘিরে বহু বাধা-বিপত্তি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেসব রক্তচক্ষুর আস্ফালন উপেক্ষা করে যারা বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করেন তারাই প্রকৃত বাঙালি। 

প্রাক পর্বের আনুষ্ঠানিকতায় আরও উপস্থিত ছিলেন মঞ্চ ব্যবস্থাপক নাট্যজন সীতেশ ধর, বৈশাখী মেলা সমন্বয়ক শিবলী ছাদেক, মঙ্গল শোভাযাত্রা সমন্বয়ক কানিজ ফাতেমা শাওন, ঈদ বাজারের স্টল ব্যবস্থাপক গীতালি হাওলাদার, আয়োজন সমন্বয়ক ইয়াসমীন ফাত্তাহ, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, লেখক ও সাংবাদিক ভায়লা সালিনা, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের কার্যনির্বাহী সদস্য তানভীর কায়সারসহ বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখকদের অনেকে। 

তাঁরা সবাই নতুন প্রজন্মকে অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি