টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় সাংসদসহ ১০ জনের বিরুদ্ধে হুলিয়া জারি
প্রকাশিত : ২১:২৩, ১৭ মে ২০১৬ | আপডেট: ২১:২৩, ১৭ মে ২০১৬
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানাসহ ১০ জনের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে আদালত।
মঙ্গলবার আদালত থেকে এই পরোয়ানা থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। টাঙ্গাইল সদর থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার টাঙ্গাইলের আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এ আদেশ দেন। আদেশে সাংসদ রানা ও তার তিন ভাইসহ ১০জনের বিরদ্ধে হুলিয়া জারি এবং মামলামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইলের কলেজপাড়া গুলি করে হত্যা করা হয় জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে।
আরও পড়ুন