টাঙ্গাইলে গড়ে উঠেছে গরুর জন্য আবাসিক হোটেল
প্রকাশিত : ১২:১৪, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৪, ১৭ এপ্রিল ২০১৬
প্রয়োজনের তাগিদে দুরে কোথাও গেলে মানুষ রাত যাপন করে আবাসিক হোটেলে। তাইতো বিভিন্ন স্থানে নানা সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠে হোটেল-মোটেল। কিন্তু গরুর জন্য আবাসিক হোটেল কি কোথাও আছে? এবার গরুর জন্য টাঙ্গাইলের গোবিন্দাসী গ্রামে গড়ে উঠেছে আবাসিক হোটেল। প্রতিটি গরুর জন্য এক রাতের ভাড়া ১০ টাকা।
উত্তরবঙ্গসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গরুর খামারী ও ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরগুলোর পশুর হাটে নিয়ে যান গরুর পাল। আনা নেয়ার পথে ব্যবসায়ীরা গরু রাখেন আবাসিক এসব হোটেলে। দুই যুগ ধরে সিরাজগঞ্জের সীমান্তবর্তী টাঙ্গাইলের গোবিন্দাসী হাটের আশ-পাশে গরুর আবাসিক হোটেল গড়ে উঠেছে।
ব্যাপারীরা গরু নিয়ে বিড়াম্বনা এড়াতে হোটেলগুলোতে গরু রাখেন। গরু প্রতি ভাড়া ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, হাটের এক-দুদিন আগে এসে হোটেলে গরু রেখে পশুর যতœ নিতে পারেন তারা।
এলাকার অনেকেই গরুর হোটেল তৈরি করে মুনাফা করছেন। ব্যতিক্রমী এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষও।
এসব হোটেলের বেশ চাহিদা রয়েছে বলেও জানান গরু ব্যবসায়ীরা।
আরও পড়ুন