ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে নৌকার মাঝি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ১৪ জুলাই ২০২৪

টাঙ্গাইলে বন্যার পানিতে ভেসে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে নৌকার মাঝি নিহত হয়েছে। এতে আহত হয়েছে দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ আরও অনেকে। 

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যার সময় সদর উপজেলার দাইন্যা গ্রামের চর ফতেপুর বিলে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মো.লোকমান হোসেন। 

স্থানীয়রা জানান, উপজেলার ফতেপুর গ্রামে বন্যার পানিতে ভেসে থাকা বিদ্যুতের তারে মাঝির নগির সাথে বিদ্যুতায়িত হয়ে নৌকার মাঝি নিহত হয়েছেন। এই ঘটনায় সাবেক চেয়ারম্যান লাবুসহ বেশ কয়েকজন আহত হন।

নিহত হাসান আলী কাতুলী ইউনিয়ন আলোকদিয়া গ্রামের সামছুলের ছেলে।

সাবেক চেয়ারম্যান লাবু বলেন, নৌকায় বেশ কয়েকজন ছিলাম। হঠাৎ করে নৌকার মাঝি লগির সাথে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যায়। এরপর হুড়াহুড়িতে অনেকেই আহত হন। এরপর আমরা এলাকাবাসী মিলে কয়েক ঘন্টা পানিতে খোঁজাখুজি করে তার লাশ উদ্ধার করি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি