টাঙ্গাইলে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি
প্রকাশিত : ১৮:০১, ১৩ জুলাই ২০১৯
টাঙ্গাইলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলা এবং অপর একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীকে হত্যাকাণ্ডে অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
জানা যায়, গত ১০ জুলাই সদর উপজেলার সুবণীতলী এলাকা থেকে খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. শফিকুল ইসলামের হাত মুখ ও পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ৬ জুলাই মুখোশধারি কতিপয় সন্ত্রাসী বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আকরম হোসেনকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনাগুলোয় থানায় মামলা দায়ের করা হলেও কাউকে এখন পর্যন্ত শণাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। এ সময় তিনি অপরাধীদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এমএস/আরকে
আরও পড়ুন