ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

টাঙ্গাইলের আদালতে ১৬ জঙ্গিকে ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ২০:০৭, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:০৭, ১৮ অক্টোবর ২০১৬

নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লার দলের প্রধানসহ ১৬ জঙ্গিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, দন্ডপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের পুর্ব আদালত পাড়ার একটি বাড়ি ভাড়া নিয়ে জঙ্গী কার্যক্রম চালাচ্ছিল। ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে পুলিশ ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সেসময় বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।  
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি