ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

টানা অপরাজিত থাকার রেকর্ড গড়লো বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৫ এপ্রিল ২০১৮

বার্সোলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে। কিন্তু লা লিগায় দাপট অব্যাহতই রেখেছে। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন এক রেকর্ডও গড়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে লা লিগায় ইতিহাস তৈরি করেছে দলটি।

১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ টানা ৩৮টি ম্যাচ অপরাজিত ছিল লিগে। এতদিন রেকর্ডটা ছিল তাদেরই দখলে। আগের ম্যাচে লেগানেসকে হারিয়ে অবশ্য রিয়াল সোসিয়েদাদকে ধরে ফেলেছিল বার্সেলোনা। এবার লিগের ৩২তম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে সোসিয়েদাদকে টপকে গেছেন লিওনেল মেসিরা।

২০১৭ সালের ৮ এপ্রিল মালাগার স্টেডিয়াম লা রোজালেদায় ২-১ গোলে হারের পরেই শুরু হয় বার্সেলোনার রেকর্ড গড়ার মিশন। লিগে একে একে টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থেকেছে ভালভার্দের দল। এর মধ্যে ৩২টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। বাকি ৭টি ম্যাচ হয়েছে ড্র।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি