টানা ছয় পারাজয়ের স্বাদ নিতে হলো টাইগারদের
প্রকাশিত : ২১:২৭, ৩১ অক্টোবর ২০২৩ | আপডেট: ২১:২৮, ৩১ অক্টোবর ২০২৩
পাকিস্তানের সাথেও পারলো না বাংলাদেশ। এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা ছয় পারাজয়ের স্বাদ নিতে হলো সাকিবদের। পরিকল্পনাহীন ব্যাটিংয়ে ২০৪ রানে গুটিয়ে যাওয়ার পর নির্বিষ বোলিংয়ে হার মানে হাথুরুর শিষ্যরা।
ইডেনে টস জিতে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগে শাহিন আফ্রিদির শিকার তানজিদ হাসান তামিম। নাজমুল শান্ত আবারো ব্যর্থ। মুশফিকুর রহিমের ব্যাটও কথা বলেনি।
ভরসা দিচ্ছিলো লিটন-মাহমুদউল্লাহর জুটি। ভালো খেলতে থাকা লিটনকে ৪৫ রানে ফিরিয়ে দেন ইফতিখার আহম্মেদ। ভাঙে ৭৯ রানের জুটি।
হাফ সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি মাহামুদউল্লাহ। ৫৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটান শাহীন আফ্রিদি।
রানে ফিরতে চেষ্টা কম করেননি সাকিব আল হাসান। ৬৪ বল খেলে করেছেন ৪৩ রান। তবে কাজে আসেনি কিছুই। পরে মেহেদি হাসান মিরাজ মিরাজের ২৫ রানে ভর করে টেনেটুনে ২শ’ পার করে বাংলাদেশ।
জাববে, শুরুর দিকে দেখেশুনে খেললেও সময় বাড়ার সাথে সাথে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয় পাকিস্তানিরা। দুই ওপেনারই তুলে নেন হাফ-সেঞ্চুরি।
বাংলাদেশ প্রথম সফল্য পায় মিরাজের হাত ধরে। তবে ততক্ষণে ফসকে গেছে ম্যাচ। আবদুল্লাহ শফিকের পর বাবর ও ফখর জামানকে তুলে নিয়ে একশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন মিরাজ।
এসবি/