ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টানা তিন জয়ে শীর্ষে কেকেআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৬ মে ২০২৪

আইপিএলে টানা তিন জয়ে শীর্ষে উঠলো কোলকাতা নাইট রাইডার্স। সবশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৯৮ রানে হারিয়েছে তারা।

রোববার ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩৫ রানের পাহাড়সম স্কোর গড়ে কোলকাতা। 

প্রথম উইকেট জুটিতেই আসে ৬১ রান। ১৪ বলে ৩১ করে আউট হন ফিলিপ সল্ট। ৩৯ বলে ৮১ করেন সুনিল নারাইন। ৬ বাউন্ডারি ৭ ছক্কায় এই রান তোলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার।

এছাড়া অংকৃষ রঘুবংশী করে ৩১ রান। শেষ দিকে ৬ বলে ২৫ রান করেন রমানদিপ সিং। তাতে ২৩৫ রানের পুঁজি পায় কলকাতা।

জবাবে, হর্ষিত রানা, বরুন চক্রবর্তীদের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি লখনৌ। অল-আউট হয়ে যায় মাত্র ১৩৭ রানে। 

দলীয় ২০ রানে আরশিন কুলকারনিকে হারায় লখনৌ। এরপর ৫০ রানের জুটি করেন অধিনায়ক লোকেশ রাহুল ও মার্কান স্টয়নিস। ২১ বলে ২৫ রানেই থেমে যায় রাহুলের ইনিংস। তবে আক্রমণাত্মক ব্যাটিং করে সামনে এগোচ্ছিলেন স্টয়নিস। কিন্তু তাকে থামিয়ে দেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৬ রান করে হার্শিত প্যাটেলের হাতে ক্যাচ হন তিনি। 

নিচের দিকে আর কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে ১৬.১ ওভার ব্যাটিং করে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় লখনৌ।

তিনটি করে উইকেট নিয়েছেন চক্রবর্তী ও রানা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি