ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টানা তিন হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের মেয়েদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৬ নভেম্বর ২০১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। টানা তৃতীয় হারে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিতে হল সালমা খাতুনদের।

গত বুধবার সেন্ট লুসিয়ায় আগে বোলিং নেওয়া বাংলাদেশ শ্রীলঙ্কান মেয়েদের ৯৭ রানের বেশি করতে দেয়নি। কিন্তু ওই রান তুলতেও গিয়েও ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ফলে টানা তিন হারে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বিদায়।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ শেষ বলে অলআউট হয় ৭২ রানেই।

বাংলাদেশের সফল বোলার জাহানারা আলম নির্ধারিত ৪ ওভার বোলিং করে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া খাদিজা, রুমানা এবং ফাহিমা নেন ১টি করে উইকেট।

লঙ্কানদের মধ্যে চামিরা আতাপাত্তু তিন ওভার বোলিং করে ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শশিকলা ২ উইকেট নেন ১০ রানের বিনিময়ে।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল।

আগামী সোমবার ভোর ছয়টায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি