ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

টানা দ্বিতীয় জয় লিভারপুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। টানা দ্বিতীয় জয় পেল অলরেডরা। আর সাড়ে পাঁচ মাস পর ফের ইয়ুর্গেন ক্লপের দলের বিপক্ষে হারলো নিউক্যাসল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। দারউইন নুনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কোডি হাকপো।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট ধরে রেখে ১০ মিনিটের মাথায় গোল পেয়ে যায় লিভারপুর। আলেকজান্ডার আরনল্ডের পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে এদিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজ। 

এর ৭ মিনিট পর আরও এগিয়ে যায় অলরেডরা। মোহাম্মদ সালাহ্র বাড়ানো বলে স্কোরশিটে নাম তোলেন কোডি গাকপো। 

প্রথমার্ধের শেষ দিকে লালকার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয়ে আর ম্যাচে ফিরতে পারেনি নিউক্যাসল। 

বিরতির পরও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই। তবে লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুল।

এই জয়ে লিগ টেবিলে আরেক ধাপ এগিয়েছে লিভারপুল। ২২ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। চতুর্থ স্থানে থাকা নিউক্যাসলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে অ্যানফিল্ডের দল। ২৩ ম্যাচে নিউক্যাসলের পয়েন্ট ৪১।

আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ ড্র করা ম্যানচেস্টার সিটি ২ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ বেশি খেলেছে তারা।

অপর ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে এসেছে ম্যনচেস্টার সিটি। 

শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি