টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলায় তলিয়ে গেছে ফসল
প্রকাশিত : ১৭:৫৬, ২৩ এপ্রিল ২০১৭
দ্বিতীয় দফায় টানা বর্ষণে হবিগঞ্জে তলিয়ে গেছে ৩৫ হাজার হেক্টর জমির বোরো ফসল। পচন ধরছে পানির নিচে থাকার কারণে কাঁচা ও আধাপাকা ধান । বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ভৈরবসহ কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল। এদিকে, নতুন করে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের শনির হাওর।
গত দু’দিনের টানা বর্ষণে আবারও তলিয়ে গেছে হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি, গণকি, ভরগাও হাওর, কালুয়ার বিল, খাগাউড়া হাওরসহ ৩৫ হাজার হেক্টর জমির ফসল। পানি বাড়তে থাকায় কৃষকরা কেটে নিয়ে যাচ্ছেন, আধাপাকা ধান ।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও।
এদিকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হয়েছে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর ৮টি ইউনিয়ন। মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানিতে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, বিনষ্ট হয়েছে শত শত একর জমির বোরো ফসল।
সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে তলিয়ে গেছে শনির হাওর।
আরও পড়ুন