টানা ৫ বিশ্বকাপ খেলে রেকর্ডের বুকে মার্কেজ
প্রকাশিত : ১৫:১৩, ৬ জুন ২০১৮ | আপডেট: ১৮:১১, ১০ জুন ২০১৮
রাফায়েল মার্কেজ। টানা চার বিশ্বকাপ ধরে মেক্সিকোর মিড ফিল্ডের ভরসা তিনি। সব মিলিয়ে এবার তাকে মিড ফিল্ডে নেতৃত্ব দিতে দেখা যাবে। এতেই রেকর্ডের ঘরে ঢুকে গেছেন মার্কেজ। তার আগে মাত্র তিনজন ফুটবলার এ কৃতীত্বের দাবিদার হয়েছেন।
জানা গেছে, এবারের বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও। দলে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী মিডফিল্ডার রাফায়েল মার্কেজ। এ নিয়ে পঞ্চম বারের মেক্সিকোর বিশ্বকাপ দলে জায়গা পেলেন সাবেক এ বার্সেলোনা ফুটবলার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলেন মার্কেজ। আর ১৯৯৭-তে মেক্সিকো জাতীয় দলের হয়ে অভিষেকের পর ১৪৩ ম্যাচে করেছেন ১৯ গোল।
টানা ৫ বিশ্বকাপে অংশ নিয়েছেন এমন তারকাদের অন্যরা হলেন মেক্সিকোর সাবেক গোলরক্ষক অ্যান্তোনি ক্যারবাজাল । ইতালির গোলরক্ষক জিয়ান লুইজি বুফন ও আরেকজন জার্মান মিডফিল্ডার লুথার ম্যাথিয়াস। তবে এবারের বিশ্বকাপে যদি ইতালি অংশ নিত, তাহলে বুফন-ই হতেন বিশ্বের সবচেয়ে বেশিবার বিশ্বকাপে অংশ নেওয়া কোনো ফুটবলার।
মেক্সিকোর ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: গুইমেরা ওচোয়া (ফ্রাঙ্কফুর্ট), আলফ্রেড তালাভেরা (তোলুচা), জেসুস করোনা (ক্রুজ আজুল)।
ডিফেন্ডার: কার্লোস সালসেদো (ফ্রাঙ্কফুর্ট), দিয়েগো রিয়েস (পোর্তো), হেক্টর মোরেনো (রিয়াল সোসিয়েদাদ), হুগো আয়ালা (টাইগার্স), এডসন আলভারেজ (আমেরিকা), জেসুস গালারদো (মনটেরে), মিগুয়েল লাউন (সেভিয়া)।
মিডফিল্ডার: রাফায়েল মার্কেজ (অ্যাটলাস), হেক্টর হেরেরা (পোর্তো), জনার্থন ডস সান্তোস (এলএ গ্যালাক্সি), জিওভানি ডস সান্তোস (এলএ গ্যালাক্সি), আন্দ্রেস গুয়ারদাদো (রিয়াল বেতিস), মার্কো ফ্যাবিয়ান (ফ্রাঙ্কফুর্ট)।
ফরোয়ার্ড: হাভিয়ের হার্নান্দেজ (ওয়েস্টহ্যাম), রাউল জিমেনেস (বেনফিকা), ওরিবে পেরালটা (আমেরিকা), জেসুস ম্যানুয়েল করোনা (পোর্তো), কার্লোস ভেলা (লস অ্যাঞ্জেলেস এফসি), হাভিয়ের আকুইনো (টাইগার্স), হিরভিং লোজানো (পিএসবি)।
এমজে/