ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও ৩ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৭:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১১, ২৮ মার্চ ২০১৭

টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকান্ডের ১৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। টাম্পাকো কারাখায় অগ্নিকান্ডের পর থেকেই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। পরে সেখানে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। গত ১৬ দিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। উদ্ধারকারীরা সোমবার দুপুরে ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও ৩ জনের মৃতদেহ দেখতে পান। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা মৃতদেহের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের ইট, রড সরানো হচ্ছে। ধ্বংসস্তুপের ভেতরে আর কোনো দেহ আছে কি-না তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও আগুন লেগে ভবনটি ধ্বসে যায়।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি