টার্গেট ছিল অন্যজন, ভুলে খুন হলেন তরুণ আইনজীবী!
প্রকাশিত : ২০:১৩, ১০ এপ্রিল ২০২৫

মৌলভীবাজারে নিহত আইনজীবী সুজন মিয়াকে উদ্দেশ্য করে নয়, বরং ভুল টার্গেটে তাকে হত্যা করা হয়েছে—এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হত্যাকাণ্ডটি মূলত ঘটেছে এক ব্যক্তিগত শত্রুতার জেরে। পাশের বাড়ির ব্যাংক নিরাপত্তাকর্মী মিসবাহকে লক্ষ্য করেই পরিকল্পনা করা হয়েছিল হামলার। কিন্তু ভাড়াটে খুনিদের ভুল তথ্য দেওয়ায় সুজন মিয়াই শেষ পর্যন্ত প্রাণ হারান।
ঘটনার মূল হোতা নজির মিয়া মুজিবসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো—মৌলভীবাজার সদর উপজেলার বাসুদেবশ্রী এলাকার মুজিব (২৫), রঘুনন্ধনপুরের আরিফ মিয়া (২৭), দিশালোকের হোসাইন আহমদ সোহান (১৯), রাজনগরের লক্ষণ নাইডু (২৩) এবং নেত্রকোনার আব্দুর রহিম (১৯)।
এসপি জানান, মুজিব তার পূর্বপরিচিত লক্ষণের মাধ্যমে খুনিদের সঙ্গে যোগাযোগ করে এবং মোবাইল ফোনে মিসবাহর ছবি পাঠায়। তবে পরবর্তীতে ভিডিও কলে ভুল করে আইনজীবী সুজন মিয়াকে মিসবাহ ভেবে খুনিদের নিশ্চিত করে।
গত ৬ এপ্রিল রাতে শহরের ফুটপাতের এক চটপটি দোকানের পাশে বসে থাকা অবস্থায় সুজনের ওপর হামলা চালায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল।
পরিবারের পক্ষ থেকে ৮ এপ্রিল সুজনের ভাই এনামুল হক সুমন মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হত্যার সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তি এখনো পলাতক। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সুজন মিয়া ছিলেন মৌলভীবাজার শহরতলির পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন। সাত মাস আগে বিয়ে করলেও, এখনো আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তোলা হয়নি—বলেন তার পরিবার।
এসএস//
আরও পড়ুন