ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টার্গেট সিরিজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৩০ নভেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চালকের আসনে এখন বাংলাদেশ। চট্টগ্রামে ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের টার্গেট ২-০ তে সিরিজ জেতা। অধিনায়ক সাকিব দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, সিরিজে এগিয়ে থাকলেও বিন্দুমাত্র ছাড় দেবে না বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যেই আজ খেলতে নামবে স্বাগতিকরা।
২০০৯ সালেও ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে টেস্ট সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তখন অবশ্য সাকিবের নেতৃত্বে টাইগারদের বিরুদ্ধে খেলেছিল খর্বশক্তির ক্যারিবিয়ানরা। নয় বছর পর সেই উইন্ডিজদের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ।
এ দিকে গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ২-০ তে সিরিজ জেতার প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘বাংলাদেশের জন্য বিশেষ কিছু হবে যদি আমরা মনে করি ২-০ তে জিততে পারি। আমরা চাই ২-০ তে জিততে। তার জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি।’
মিরপুরে ড্র করে হলেও সিরিজ জয় চায় বাংলাদেশ। যদিও মিরপুরের উইকেটে ম্যাচ ড্র হওয়া কঠিন কাজই বটে। সাকিব বলেন, ‘যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য যেন ১-০ তে সিরিজ জিতি, কারণ চূড়ান্ত লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু আমরা রক্ষণাত্মকভাবে সিরিজটা জিততে চাই না। আমরা চাই ইতিবাচক মানসিকতা নিয়ে সিরিজটা জিতি এবং ২-০ তে জিতি।’
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে বড় দলগুলোর বিরুদ্ধে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার অভিজ্ঞতা খুব বেশি নেই বাংলাদেশ দলের ভান্ডারে। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঢাকায় অসাধারণ জয়ের পর ১-০ তে এগিয়ে থেকে চট্টগ্রামে খেলতে নেমেছিল বাংলাদেশ। যদিও উইকেটের কিছুটা হেরফের করায় চট্টগ্রামে হেরে সিরিজ ড্র করেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন টাইগাররা।
অপরদিকে, মুশফিকের ডানহাতের বুড়ো আঙুলে চোট লাগায় তিনি খেললেও উইকেটকিপিং নাও করতে পারেন। সেই অভাব পূরণ করতে জরুরি তলবে বগুড়া থেকে আনা হয়েছে লিটন দাসকে।
তবে লিটন একাদশে ঢুকলে ওপেনার হয়ে যাবে তিনজন। তবে সাকিব নিশ্চিত করেছেন লিটন দলে এলেও ওপেনিং করবেন না, ‘আমাদর ওপেনিং কারা করবে, সেটা আমরা মোটামুটি জানি। যদি মুশফিক ভাই কিপিং করতে না পারেন, তাহলে লিটন কিপিং করবে। আর কিপিং করে ওপেন করাটা তার জন্য খুবই কঠিন হবে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি