ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টি-টেনে খেলবেন শেবাগ-আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৩:৫২, ২৪ আগস্ট ২০১৭

ক্রিকেটে সবচেয়ে লম্বা সময়ের খেলা হলো টেস্ট। বিংশ শাতাব্দীর সত্তরের দশকে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট। এরপর একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে টি-টোয়েন্টির আগমন। এবার আরো সংক্ষিপ্ততম ফরম্যাটের প্রতিযোগিতামূলক ম্যাচ দেখবে ক্রিকেট বিশ্ব। আর তা হলো টি-টেন। এখানে এক দল খেলবে ১০ ওভার করে। চলতি বছরের শেষের দিকে টি-টেনের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

টি-টেন ফুটবলের মতোই দুই অর্ধে খেলা হবে ৯০ মিনিট। বীরেন্দর শেবাগ, ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কুমারা সাঙ্গাকারার মতো তারকা খেলোয়াড়রা এরইমধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোও চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো- টিম পাঞ্জাবিস, টিম পাখতুনস, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লংকাস, টিম লংকানস, টিম সিন্ধ ও টিম কেরালা। আফ্রিদি পাখতুনকে নেতৃত্ব দেবেন।

আগামী ২১ ডিসেম্বর টি-টেনের প্রথম আসর শুরু হবে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটির পর্দা নামবে ২৪ ডিসেম্বর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি