ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টি-টোয়েটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ফিঞ্চের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৪৯, ৩ জুলাই ২০১৮

টি-টোয়েন্টি ক্রিকেটকে নতুন উচ্চতায় উঠেছিলেন অ্যারন ফিঞ্চ। ২০১৩ সালে খেলেছিলেন ১৫৬ রানের ইনিংস। গড়েছিলেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আজ মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সেই রেকর্ডটি আবার ভেঙে দিলেন এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। খেললেন ৭৬ বলে ১৭২ রানের দানবীয় এক ইনিংস।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৭২ রানের এই ইনিংসটি খেলার পথে তিনি মেরেছেন ১০টি ছয় ও ১৬টি চার। শেষপর্যন্ত হিট উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে আরও একটি নতুন রেকর্ড গড়া হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। উদ্বোধনী জুটিতে ২২৩ রানের জুটি গড়েছেন ফিঞ্চ ও আরকি শর্ট। তারা ভেঙে দিয়েছেন ২০১৬ সালের রেকর্ডটি। যেটি পাকিস্তানের বিপক্ষে করেছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন।

অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছিল ২২৯ রান। এর মধ্যে ২২৩ রানই এসেছে ফিঞ্চ ও শর্টের উদ্বোধনী জুটি থেকে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি