ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২০ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ২২ নভেম্বর দৃষ্টি প্রতিবন্ধী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। শুধুমাত্র পাকিস্তানে হচ্ছে বলে ভারত দলকে যাওয়ার অনুমতি দেয়নি দেশটির সরকার। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল।  বুধবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন(সিএবিআই) জানিয়ে দিয়েছে চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে তারা।

এদিকে এমন ঘোষণায় হতাশ ভারত অধিনায়ক দুর্গা রাও তোম্পাকি। বলেছেন, বহুদিন ধরে এই বিশ্বকাপের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতীয় দলকে ছাড়পত্র দেয়নি ভারত সরকার। বুধবার ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র দুইদিন বাকি থাকতে নিজেদের অবস্থান বদলেছে ভারত সরকার। আগামী ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে দৃষ্টি প্রতিবন্ধী দলের অধিনায়ক তোম্পাকি বলেছেন, আমরা আবেগ দিয়ে খেলি, এবং গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি। সবসময় সবচেয়ে বড় মঞ্চে অংশ নিতে চাই এবং এমন একটা সুযোগ হাতছাড়া হওয়াটা খুবই দুঃখজনক।

বিশ্বকাপ উপলক্ষে স্কোয়াড নির্বাচনের আগে দিল্লিতে ২৫ দিনের ক্যাম্পের আয়োজন করেছিল দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই অনুশীলনের শিক্ষা পরবর্তী বিশ্বকাপেই এখন কাজে লাগাতে হবে তোম্পাকিদের, তবে আমরা জানি পরের বিশ্বকাপ খুব দূরে নয়, আমরা অনুশীলন ও প্রস্তুতিতেই মন দিচ্ছি। আমরা খুবই সফল একটা ক্যাম্প চালিয়েছি, অনেক নতুন প্রতিভা পেয়েছি। আমরা বিশ্বাস করি এরা আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন সময় এই প্রতিভাদের যত্ন নেওয়ার এবং পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত হওয়ার।

প্রথমে এই টুর্নামেন্ট খেলার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিল ক্রিকেট দল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। সিএবিআই তাদের বিবৃতিতে বলেছে, এটা দলের জন্য অনেক বড় ধাক্কা হলেও সিএবিআই সরকারের দুশ্চিন্তাকে সম্মান করে এবং এ কারণে সিদ্ধান্তটাও সম্মান করে।

এই ঘটনায় আরেকটি ব্যাপার স্পষ্ট হয়ে গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড যাই বলুক না কেন, আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত শর্মাদের কোনোভাবেই যেতে দেবে না ভারত সরকার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি