টিএমজিবি সদস্য সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ
প্রকাশিত : ২১:১৭, ১৫ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২১:১৮, ১৫ ডিসেম্বর ২০২৪
প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) তাদের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৪ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেনকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু এবং ফ্রন্টটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদোয়ান ফেরদৌস।
অনুষ্ঠানে মোট ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।
শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমজিবি সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান, সহ-সভাপতি (গভর্নমেন্ট এন্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি (আন্তর্জাতিক) মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, নির্বাহী সদস্য নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা টিএমজিবির এই উদ্যোগের প্রশংসা করেন। টিএমজিবি আশা করে, এই বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হতে সাহায্য করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।
/আআ/
আরও পড়ুন