টিএসসিতে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’
প্রকাশিত : ০৮:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র শিক্ষক কেন্দ্র) অডিটোরিয়ামে এই উৎসব আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ দিনের এই আয়োজনে ১৬টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব শুরু হবে আজ বিকেল ৫টা থেকে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, বেলা ৩টা ৩০ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে চলচ্চিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দেখানো হবে ‘দেবী’ চলচ্চিত্রটি। দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি দেখা যাবে ‘আধিয়ার’, ‘ভাত দে’, ‘নদীর নাম মধুমতী’ ও ‘আকালের সন্ধানে’।
১২ ফেব্রুয়ারি ‘মার্সেলস মেয়হ্যাম’, ‘আনোয়ারা’, ‘সনাতন গল্প’ ও ‘দহন’।
১৩ ফেব্রুয়ারি ‘তিতাস একটি নদীর নাম’, ‘জন্মভূমি’, ‘পাঠশালা’ ও ‘মাটির প্রজার দেশে’। এদিন দেওয়া হবে ‘হীরালাল সেন পদক’।
১৪ ফেব্রুয়ারি থাকছে ‘চারুলতা’, ‘ব্যক্তিগত’, ‘স্বপ্নজাল’ ও ‘কমলা রকেট’।
১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সেমিনার ও ৬টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খুঁটি’ ও সমাপনী অনুষ্ঠান।
চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন।
এসএ/