ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

টিকা নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্যমন্ত্রীর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়ে কোন ধরনের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আজ সোমবার সকালে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সর্বোপরি জাতিকে সুরক্ষা’ রাখতে সাহায্য করুন। কোন অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’

দ্রুততম সময়ের মধ্যে দেশের মানুষের জন্য কোভিড-১৯ টিকা আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার সময় থেকেই দেশ বিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি বলেন, টিকা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হওয়ার সময় তারা বলেছিল টিকা এদেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় টিকা যখন দেশে এসে পৌঁছায়, তখন তারা টিকা নিয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করেছিল।

মন্ত্রী আরো বলেন, এখনও পৃথিবীতে অনেক দেশ করোনাভাইরাসের টিকা নিতে পারে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যে ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে টিকা আনতে সক্ষম হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

টিকা গ্রহণ শেষে তিনি কিছু সময় অপেক্ষা করেন। এসময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছেন এবং কোন পরিবর্তন অনুভব করছেন না বলেও তিনি জানান।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি