ভিডিও দেখুন
টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় কি ব্যবস্থা তার গাইডলাইন প্রস্তুত
প্রকাশিত : ১৩:৪৭, ১৩ জানুয়ারি ২০২১
করোনার ভ্যাকসিন দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে গাইডলাইন প্রস্তুত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গাইডলাইনটি অনুমোদনের জন্য আজ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। এদিকে কোভিড-১৯এ দৈনিক সংক্রমণ হার কমছে। একদিনে শনাক্ত ৫ শতাংশ। দেশে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪৭ হাজার ৫২০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩১২তম দিনে দেশের ১৯৪টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৬৩। এর মধ্যে শনাক্ত ৭১৮। শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ২০। নতুন ৯৬৩ জনসহ সুস্থ হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৮৬১। এ পর্যন্ত মারা গেছে ৭ হাজার ৮১৯ জন।
দৈনিক সংক্রমণ হারও কমছে; একদিনে শনাক্ত ৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৫.৪৮ শতাংশ। সুস্থতার হার ৮৯.৪৪ শতাংশ ও মৃত্যু হার ১.৪৯ শতাংশ।
সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৫৫.৩৩ শতাংশ ও সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ২.৩৪ শতাংশ। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকা কার্যক্রম।
ভ্যাকসিন দেয়ার পর যদি পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাহলে ব্যবস্থাপনা কি হবে- সে বিষয়ে গাইড লাইন প্রস্তুত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ বুধবার অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে।
ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাহলে ডিজি হেলথের মোবাইল টিম প্রস্তুত আছে। তারা এগুলো নিয়ন্ত্রণ করবে। এমনকি গুজবও ছড়ানো হতে পারে, সেগুলো কিভাবে সামলানো হবে সেসমস্ত বিষয়গুলো মোবাইল টিমসহ বিভিন্ন পর্যায়ের কমিটি দেখবে।
ভিডিও :
এএইচ/এসএ/