ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

টিকিট বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের সিরিজের

প্রকাশিত : ১৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ ও আফগানিস্তানের সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে ।  এবার ব্যাংক নয়, পাওয়া যাবে অনলাইনে। মানুষের ভুগান্তি ও কালোবাজারি এড়ানোর জন্যই এ উপায় বেছে নিয়েছে বিসিবি। ক্রিকেট প্রেমীরা এই সিরিজের জন্য টিকিট কিনতে পারবেন সহজ ডট কম থেকে। এছাড়া, ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়ামের গেট থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। এজন্য লাগবে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর। টিকিটের দাম রাখা হয়েছে সর্ব নিম্ন একশত ও সর্বোচ্চ এক হাজার টাকা ।  এছাড়া, আনুষ্ঠানিকভাবে স্পন্সরদের নামও ঘোষণা করেছে বিসিবি। সিরিজে দলের টিম কিটস পার্টনার মিনাবাজার, বেভারেজ পার্টনার প্রাণ আপ, অফিসিয়াল ড্রিকিং পার্টনার হয়েছে ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি