ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিকে থাকার লড়াইয়ে রাশিয়া-ক্রোয়েশিয়া মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ৮ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:১২, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নেমেছে রাশিয়া-ক্রোয়েশিয়া।  আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়েছে। 

এদিকে দ্বিতীয় রাউন্ডে স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্বাগতিক রাশিয়া।

সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টারে উঠলো রাশানরা। অপরদিকে দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ক্রোয়েশিয়া।

ক্রোশিয়া একাদশ: ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান পেরেসিচ, আন্দ্রে ক্রামারিচ, মারিও মানজুকিচ, আনতে রেবিক।

রাশিয়া একাদশ : ইগোর আকিনফিভ (গোলরক্ষক, অধিনায়ক), মারিও ফার্নান্দেস, ইলিয়া কুতেপভ, সার্গেই ইগনাশেভিক, ফেদর কুদরিয়াসভ, ডেনিস চেরিশেভ, দালের কুজিয়ায়েভ, রোমান জবনিন, আলেকজান্ডার গলোভিন, আলেকজান্ডার সামেদভ, আর্তেম জিউভা।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি