ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টিম ইন্ডিয়ার ব্যর্থতায় রবি শাস্ত্রীর ডিগবাজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বিদেশ সফরে পর পর ব্যর্থতায় সমালোচনার ঝড় ওঠায় ১৮০ ডিগ্রি ঘুরে নিজের অবস্থান বদলালেন রবি শাস্ত্রী৷ এতদিন যে ওষুধটাকে তেতো মনে হত, সাফল্য পেতে সেটাকেই গিলতে চাইছেন টিম ইন্ডিয়ার হেড কোচ৷

শাস্ত্রীর অকুতভয় মানসিকতার জন্যই এতদিন শুধু নেট প্র্যাকটিসেই মাঠে নেমে বাজিমাৎ করতে চাইত ভারতীয় দল৷ গুরুত্বপূর্ণ বিদেশ সফরেও ম্যাচ প্র্যাকটিসের খুব একটা দরকার আছে বলে মনে করত না কোহলি অ্যান্ড কোং৷ আত্মবিশ্বাসে চিড় ধরতেই বিদেশ সফরে টেস্ট সিরিজের আগে অনুশীলন ম্যাচের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করলেন রবি৷

ইংল্যান্ড থেকে ফিরে শাস্ত্রী জানান, ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে অন্তত দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলতে চায় ভারতীয় দল৷ টিম ম্যানেজমেন্টের তরফে বিসিসিআই-এর কাছে তেমনই ব্যবস্থাপণার অনুরোধ জানানো হয়েছে৷

শাস্ত্রী বলেন, ‘টেস্ট সিরিজের আগে দূর্বল দূর্বল দলের বিরুদ্ধে হলেও দু’তিনটে প্র্যাকটিস ম্যাচ খেললে মন্দ হয় না৷ তবে ঠাসা সূচির মধ্যে সময় পাওয়া মুশকিল৷ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে দু’টি অনুশীলন ম্যাচের কথা বলেছি বোর্ডকে৷ যদিও শেষ টি-২০ ও প্রথম টেস্টের আগে হাতে মাত্র দিন দশেক সময় পাওয়া যাবে৷ এই সময়ের মধ্যে দু’টি ম্যাচ আয়োজন সম্ভব কিনা, সেটা আমাদের দেখার বিষয় নয়৷’

দক্ষিণ আফ্রিকা সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ভারতীয় দল তা বাতিল করে দেয়৷ ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজের পর বেশ কিছুদিনের অবসর থাকলেও টিম ইন্ডিয়া একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলে, তাও আবার তার দিন থেকে ম্যাচের দৈর্ঘ তিন দিনে কমিয়ে আনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷

আরও পড়ুন: কোহলিকে রোগ সারানোর দাওয়াই দিলেন সৌরভ

রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর গাভাসকরের মতো বিশেষজ্ঞ টিম ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচ না খেলতে চাওয়ার মানসিকতার ব্যাপক সমালোচনা করেন৷ তার পরেই টনক নড়ে টিম ম্যানেজমেন্টের৷

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি