ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিম প্রোফাইল: রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শিয়রে ফিফা বিশ্বকাপ ২০১৮৷ শেষ প্রস্তুতিতে ৩২টি দেশ৷ চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে নিবিড় অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবাই৷ এক ঝলকে দেখে নেওয়া যাক আয়োজক দেশ রাশিয়ার হাল হকিকৎ৷ চোখ বুলিয়ে নেওয়া যাক স্কোয়াড, সূচি ও রাশিয়ার বিশ্বকাপ ইতিহাসেও৷

রাশিয়া (গ্রুপ-এ)
ফিফা ব়্যাংকিং: ৬৬
বিশ্বকাপ খেলছে: ১১ বার (৭বার সোভিয়েত ইউনিয়ন ও এই নিয়ে ৪বার রাশিয়ান ফেডারেশন হিসাবে)
প্রথম বিশ্বকাপ: ১৯৫৮ (কোয়ার্টার ফাইনাল, ষষ্ঠ স্থান)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (গ্রুপ লিগ, ২৪ তম স্থান)
সেমিফাইনালে উঠেছে: ১ বার
ফাইনালে উঠেছে: ০
চ্যাম্পিয়ন হয়েছে: ০
সেরা ফল: চতুর্থ স্থান (১৯৬৬)
পরিসংখ্যান: ম্যাচ-৪০, জয়-১৭, ড্র-৮, হার-১৫, গোল করেছে-৬৬, গোল হজম-৪৭

কোচ: স্তানিসলাভ শেরশেসোভ
তারকা ফুটবলার: ইগোর আকিনফিভ

স্কোয়াড:
গোলকিপার: ইগোর আকিনফিভ (সিএসকেএ মস্কো), ভ্লাদিমির গাবুলোভ (ক্লাব ব্রুজ কেভি), আন্দ্রে লুনেভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ)৷

ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত (এফসি রুবিন কাজান), ইলিয়া কুতেপোভ (এফসি স্পার্টাক মস্কো), ফেদোর কুদ্রিয়াশোভ (এফসি রুবিন কাজান), সার্জেই ইগনাশেভিশ (সিএসকেএ মস্কো), আন্দ্রে সেমেনোভ (এফসি আখমত গ্রোজনি), ইগোর স্মোলনিকোভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), মারিয়ো ফার্নান্ডেজ (সিএসকেএ মস্কো)৷

মিডফিল্ডার: অ্যালান জাগোয়েভ (সিএসকেএ মস্কো), ডেনিস শেরিশেভ (ভিয়ারিয়াল), য়ুরি গাজিনস্কি (এফসি ক্রাসনোদার), আলেকজান্দ্রো গোলোভিন (সিএসকেএ মস্কো), য়ুরি ঝিরকোভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), আলেকজান্দ্রো এরোখিন (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), দালের কুজিয়েভ (এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ), রোমান জোবনিন (এফসি স্পার্টাক মস্কো), আঁতো মিরানশুক (এফসি লোকোমোটিভ মস্কো), আলেকজান্দ্রো সামেদোভ (এফসি স্পার্টাক মস্কো), অ্যালেক্সি মিরানশুক (এফসি লোকোমোটিভ মস্কো)৷

ফরোয়ার্ড: ফেদর স্মোলোভ (এফসি ক্রাসনোদার), অর্টেম জিউবা (এফসি আর্সেনাল তুলা)৷
গ্রুপে প্রতিপক্ষ: সৌদি আরব, মিশর, উরুগুয়ে

সূচি:
১৪ জুন: সৌদি আরব (মস্কো, ৮.৩০)
১৯ জুন: মিশর (সেন্ট পিটার্সবার্গ, ৯.৩০)
২৫ জুন: উরুগুয়ে (সামারা, ৭.৩০)

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি