টিসিবির কার্ড বিতরণ ও ডিলারশিপে ছিল দুর্বৃত্তায়ন: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশিত : ২২:০২, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ২২:০৪, ২৩ এপ্রিল ২০২৫

টিসিবির কার্ড বিতরণ ও ডিলারশিপ ব্যবস্থায় দীর্ঘদিনের দুর্বৃত্তায়নের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভর্তুকিপ্রাপ্ত পণ্য প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায়নি বরং তা পৌঁছেছে ৫ তলা বাড়ির মালিক ও সরকারি কর্মকর্তাদের ঘরে। এ অনিয়ম বন্ধে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টিসিবিকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, “মানুষ দুর্বৃত্তায়নের অবসান চায়। এজন্য আমরা ৪০ লাখ উপকারভোগীর সংখ্যা হ্রাস করেছি এবং যাচাই-বাছাই করে প্রকৃত ১ কোটি পরিবারকে কার্ড পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে, যা জুনের মধ্যেই বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “একটি পরিবারে ৩টি কার্ড থাকা যেমন অযৌক্তিক, তেমনি বিত্তবানদের টিসিবির সুবিধা গ্রহণও অনৈতিক। এমন অনিয়ম দূর করে প্রকৃত দরিদ্র জনগণের কাছে ভর্তুকিপ্রাপ্ত পণ্য পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।”
বাজার ব্যবস্থায় প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে সরকার সিন্ডিকেটবিরোধী অবস্থান নিয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “সরকার কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেয় না। দুর্বৃত্তায়নমুক্ত একটি প্রতিযোগিতামূলক বাজার গঠনের লক্ষ্যে টিসিবি এখন ব্যবসায়ীদের অধিকতর সম্পৃক্ত করতে চায়।”
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ সভায় জানান, নতুন নীতিমালার আওতায় ১ জুলাই থেকে নতুন ডিলারদের মাধ্যমে টিসিবির কার্যক্রম শুরু হবে। ডিলার নিয়োগের জন্য আগ্রহীদের জেলা প্রশাসকের দপ্তর থেকে ক্লিয়ারেন্স নিতে হবে।
তিনি আরও বলেন, টিসিবি এখন সরাসরি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে সাবানসহ ৫ থেকে ৭টি অতিরিক্ত পণ্য অন্তর্ভুক্তির চিন্তা করছে সংস্থাটি। একই পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকেই অটোমেটিকভাবে বাদ পড়েছেন এবং কিছু পরিচয়গত জটিলতা নিরসনে কাজ চলছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, “টিসিবি লাভের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের অংশীদার হিসেবে কাজ করছে। সিন্ডিকেটের প্রতিকূলতাও টিসিবিকে থামাতে পারবে না।”
অনুষ্ঠানে টিসিবির পরিচালক এসএম শাহীন পারভেজ, আবেদ আলী, যুগ্ম পরিচালক আল-আমীন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য দেন।
এসএস//
আরও পড়ুন