ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

টুইটার থেকে সোনমের বিদায়, কিন্তু কেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৯ অক্টোবর ২০১৮

বলিউড অভিনেত্রী সোনম কাপুর বরাবরই সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। সোনম এদিন টুইটে সবাইকে জানিয়েছেন, টুইটার এখন অত্যন্ত নেগেটিভ হয়ে গিয়েছে। সেজন্য তিনি কিছুদিনের জন্য টুইটার থেকে বিদায় নিচ্ছেন। পোস্ট শেষ করার আগে সবাইকে ভালোবাসা জানিয়ে শান্তির আবেদনও করেছেন ৩৩ বছরের অভিনেত্রী। এই টুইট দেখে হতভম্ব নেটিজেনরা।    

সোনমের টুইটার থেকে বিদায় নেওয়ার খবরে নেটিজেনরা আশ্চর্য। এর পিছনে কোনও কারণ খোলসা করেননি ‘‌‌নীরজা’‌–র নায়িকা। দিন কয়েক আগে মুম্বইয়ের দূষণ এবং খারাপ রাস্তা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে সরব হয়েছিলেন সোনম। এজন্য ট্রোলড হন তিনি। তারপরই সোনমের এই পদক্ষেপ। সোনম লিখেছিলেন, ‘‌শুধু শহরে ঢুকতেই দু’‌ঘণ্টা সময় লেগে গিয়েছে। তাও এখনও গন্তব্যে পৌঁছতে পারিনি। রাস্তা খুব খারাপ আর দূষণ অসহনীয়। বাড়ি থেকে বেরনোই এখন দুঃস্বপ্নের মতো’‌।   

সোনমকে ট্রোল করে অনন্ত ভাসু নামে একজন লেখেন, ‘‌আপনাদের মতো সেলিব্রিটিরা বিশ্ব উষ্ণায়নে সমানভাবে দায়ী। আপনারা কম জ্বালানি খরচের সরকারি বাস ব্যবহার করেন না। আপনাদের বিলাসবহুল গাড়িতে এক লিটারে তিন থেকে চার কিলোমিটার মাইলেজ থাকে। আপনার বাড়ির ১০-২০টি এসিও বায়ুদূষণ ছড়াচ্ছে। আগে নিজে দূষণ নিয়ন্ত্রণ করুন।’‌

এই ট্রোলারকে পালটা জবাবে সোনম তখন লিখেছিলেন, ‘‌আপনাদের মতো পুরুষদের ভয়েই মেয়েরা বাসে যাতায়াতে ভয় পান’‌। এরপর টুইটার আর ব্যবহার করবেন না বলেই জানান সোনম কাপুর৷

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি