টেকনাফ থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার
প্রকাশিত : ১৪:৩৭, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:১৫, ১২ আগস্ট ২০১৮
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ কোটি বিশ ২০ টাকার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া ইয়াবার চালানটিতে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা রয়েছে।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
লে.কর্ণেল মো. আছাদুদ জামান, রোববার ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি টহলদল নাজিরপাড়া প্রজেক্ট এলাকায় নিয়মিত টহলে গমন করে। গোপন সংবাদদের ভিত্তিতে জানতে পারে যে নাজিরপাড়া প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিক্তিতে টহলদল দ্রুত বর্ণিত এলাকায় অবস্থান করে ওৎ পেতে থাকে। তখন ১০-১২ জন লোককে একটি বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের ধাওয়া করেও কাউকে আটকাতে পারেননি বিজিবির সদস্যরা। পরে টহলদল ফেলে যাওয়া বস্তাটি খুলে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাগুলো উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
একে//
আরও পড়ুন