ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১২:০১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট মামলার চার্জশিটভুক্ত আসামি নুরুল আলম র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কক্সবাজারে নব গঠিত এহডক ভিত্তিতে পরিচালিত নতুন ব্যাটালিয়ন র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মির্জা সাহেদ মাহাতাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

নিহত নুরুল আলম বহুল আলোচিত শীর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম প্রকাশ হাকিম ডাকাতের অন্যতম সহযোগী ছিলেন। তিনি টেকনাফ নয়াপাড়া মুচনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত হোসেন প্রকাল লাল বুইজ্জার ছেলে। সে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১টি অস্ত্র লুট ও আনসার ক্যাম্পের পিসি আলী হোসেনের হত্যাকারী বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ডাকাতি হত্যাসহ অর্ধ ডজন মামলা রয়েছে।

মির্জা সাহেদ মাহাতাব জানান, শুক্রবার ভোরে দমদমিয়া চেকপোস্টের কাছাকাছি দায়িত্ব পালনের সময় র‌্যাবের আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাত দল। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতরা পিঁছু হটে। পরে ঘটনাস্থল থেকে কুখ্যাত ডাকাত নুরুল আলমের লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ মে কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে সশস্ত্র ডাকাতদল হামলা চালিয়ে আনসার ব্যারাক থেকে ১১টি অস্ত্র লুট করে। এ সময় বাধা দিতে গিয়ে আনসার ক্যাম্পের পিসি আলী হোসেন (৫০) ডাকাতদলের গুলিতে নিহত হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি