ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদককারবারি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ১৭ জুলাই ২০১৯

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন মাদককারবারি নিহত হয়েছেন। বিজিবির দাবি, এ সময় তাদরে কাছে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছে।

বুধবার (১৭জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোরা শিকলগাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত মাদককারবারিরা হলেন- চাঁদপুর জেলার চরমুকুন্দী এলাকার মো. রেজোয়ান সওদাগরের ছেলে মো. আসমাউল সওদাগর (৩৫) ও যশোর জেলার বসুন্দিয়া (বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা) এলাকার মো. জব্বার আলীর ছেলে মো. জাবেদ মিয়া (৩৪)।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল খান (পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে সীমান্তের জাদিমোরা হয়ে প্রবেশ করবে এমন গোপস সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। 

এক পর্যায়ে মাদকপাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশী চালায় বিজিবি। এসময় বিজিবির টহলদলের নায়েক মো. রেজাউল করিম, সিপাহী মো. ইমরান হোসেন ও মো. মতিয়ার রহমান আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ রয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় তাদের শরীরের সাথে বাঁধা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাদের পকেটে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় সনাক্ত করা হয়। নিহতদের মৃতদেহ দুইটি হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।’


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি