ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

টেকনাফে বন্যহাতির আক্রমণে নিহত ১

প্রকাশিত : ০৮:৪৯, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:২১, ২১ মার্চ ২০১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ করিম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে লাকড়ি নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত করিম উল্লাহ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের সেলিম উল্লাহ ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে কয়েকজন রোহিঙ্গারা মিলে পাহাড়ে লাকড়ি আনতে যায়। তারা লাকড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ করে একটি বন্যহাতি সামনে পড়ে গেলে অন্যরা পালিয়ে যায়। কিন্তু মোহাম্মদ করিম উল্লাহ সামনে পড়ে গেলে তাকে ছুঁড়ে দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা রোহিঙ্গারা বিয়ষটি জানার পর দল বেধে গিয়ে লাশটি উদ্ধার করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি