ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

টেকনাফে বিজিবি’র অভিযানে ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৯ আগস্ট ২০১৮

টেকনাফে বিজিবি’র ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া এলাকা থেকে ৬০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।    

মঙ্গলবার ২৮ আগস্ট ভোর রাতে বিজিবি’র টহলরত অবস্থায় চারজন লোককে ১টি বস্তাসহ জালিয়াপাড়া সুইজ গেইট হয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়।   

পরবর্তীতে টহল দল পাচারকারীদের কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে এক কোটি আশি লক্ষ টাকা সম মূল্যের ৬০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি