ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১১ মে ২০১৭ | আপডেট: ১৪:৫১, ২২ মে ২০১৭

টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তারা আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়। আর সরকারের পাশাপাশি অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
২০১৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪শ’ ২৪ জনকে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে এই আয়োজন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একশ’ জনের হাতে সম্মাননা ও চেক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
এতিম, প্রান্তিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়াদের জন্যই এই বৃত্তি বলে জানান পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অর্থনীতিবিদ খলিকুজ্জামান বলেন, প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের এগিয়ে না আনলে উন্নয়ন স্থায়ী হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী পাঠদানে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
বৃত্তি পেয়ে কৃতজ্ঞতার পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানায় শিক্ষার্থীরা।
জিপিএ ফোর থেকে ফাইভ এর নিচে পাওয়া সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হয়েছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি