ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

টেক্সাসে বাংলা নববর্ষ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ১৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:৫৮, ২৯ মে ২০১৭

বর্ণিল আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলা নববর্ষ উদযাপন করলো প্রবাসী বাংলাদেশিরা।

টেক্সাসের ডালাস পার্কারে বাংলাদেশ এক্সপ্যাট্রিয়ট সোসাইটি অব টেক্সাস-এর আয়োজনে এ মেলায় প্রায় তিন থেকে চার হাজার বাংলাদেশী অংশগ্রহণ করে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী খাবারের স্টল থেকে শুরু করে, শিশুদের বিনোদনের নানা আয়োজন ছিলো দেশীয় ঘরানায়। মেলায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, তপু , বিপ্লব ও আলিফ। মেলাকে উপভোগ্য করে তোলার জন্য কাজ করেন দুশ’ দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী ও ফেসবুক পেইজ বিউটিফুল বাংলাদেশ থ্রি সিক্সটি ফাইভের একদল নারী কর্মী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি