ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টেক্সাসের সেই হামলাকারী ১৭ বছরের বালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৯ মে ২০১৮

টেক্সাসের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ১০ জন হত্যার ঘটনায় ১৭ বছরের এক বালককে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই হামলাকারীর নাম দিমিত্রিস পাগুরটিজ। ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার টেক্সাসের সান্তা ফে উচ্চ বিদ্যালয়ে হামলা চালায় দিমিত্রিস। এতে ১০ জন নিহত ও অন্তত ১২ জন আহত হন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ‘টেক্সাসের বিভিন্ন স্কুলে হামলা হলেও এটিই ছিল সবচেয়ে বড় হামলার ঘটনা। শুক্রবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ স্কুলে হামলা চালিয়ে নিরপরাধ শিক্ষার্থীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের ভয়াবহতা কতটা জঘণ্য তা বর্ণনা করা কঠিন।

তিনি আরও বলেন, আর যাতে কোনো স্কুলে এ ধরণের ন্যাক্কারজনক হামলা না হয়, সেজন্যই আমরা কড়া পদক্ষেপ হাতে নিয়েছি। দিমিত্রিস হামলা চলাকালে একটি পয়েন্টে ৩৮ ক্যালিভার রিভলবার ওেএকটি শটগান নিয়ে হামলা চালায়।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি