ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টেলিভিশন শিল্পীদের উদ্যোগে প্রথমবারের মত নববর্ষ উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১০ এপ্রিল ২০১৭

টেলিভিশন শিল্পীদের উদ্যোগে পহেলা বৈশাখে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ‘নববর্ষ উৎসব’।

সকালে জাতীয় প্ধেসঢ়;্রসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক গাজী রাকায়েত। তিনি বলেন, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবে’ এই প্রত্যয়ে নববর্ষের দিন শিল্পী ও কলাকুশলীরা একত্রিত হবে সংসদ আর্মি গলফ গার্ডেনে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সেখানে থাকবে চিরায়ত বাঙালির ঐতিহ্যবাহী সব খাবারে আপ্যায়ন ও মিলনমেলা। অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫ টা পর্যন্ত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি