ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টেসলার আদলে কালাশনিকভের ইলেকট্রিক গাড়ি সিভি-১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৪ আগস্ট ২০১৮

ইলেকট্রিক গাড়ির জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত ব্র্যান্ড টেসলা। এতদিন টেসলার তেমন কোন প্রতিদ্বন্দী না থাকলেও এবার ব্র্যান্ডটিকে টক্কর দিতে মাঠে এসেছে রাশিয়ার প্রতিষ্ঠান কালাশনিকভ। সিভি-১ নামের একটি বিদ্যুৎ চালিত সুপারকার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বয়ংক্রিয় রাইফেল এক-৪৭ নির্মাণ করে খ্যাতি পাওয়া কালাশনিকভ বিদ্যুতে চলে এমন গাড়ির প্রোটোটাইপ মডেল উন্মোচন করে। ১৯৭০ সালে রাশিয়াতেই নির্মিত এক ধরণের গাড়ির ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে এই গাড়ির ডিজাইন করা হয়।

গাড়িটিতে সন্নিবেশন করা হয়েছে বেশ কয়েকটি জটিল প্রযুক্তির। তবে সেগুলো কী তা এখনই পরিষ্কার করে জানায়নি প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “এই গাড়িটির মাধ্যমে আমরা ইলেকট্রিক গাড়ির বাজারে উপরের দিকে অবস্থান পাবো”।

তবে গাড়িটি এখনও প্রোটোটাইপ অবস্থায় থাকায় এখনও এটির বিস্তারিত জানায়নি কালাশনিকভ। কিন্তু গাড়িটির ফুল ভার্সনে তা একবার চার্জ দিয়ে ৩৫০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এছাড়াও বাজারে থাকা বেশ কয়েকটি মডেলের ইলেকট্রিক গাড়ির চেয়ে এর গতি কয়েকগুণ বেশি হবে বলেও দাবি কালাশনিকভের।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি