ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৫ ডিসেম্বর ২০২২

নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। বিষয়নি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

উইলিয়ামসন পদত্যাগ করায় দীর্ঘ সংস্করণে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়া হবে ফাস্ট বোলার টিম সাউদির হাতে। টম লাথাম সাউদির সহকারীর দায়িত্ব পালন করবেন। 

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেও উইলিয়ামসন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কিউইদের নেতৃত্ব দেবেন। 

৩২ বছর বয়সী উইলিয়ামসন এক বিবৃতিতে জানান, ব্যস্ত ক্রিকেট সূচিতে নিজেকে হালকা রাখার জন্য এ সিদ্ধান্ত নেন তিনি। 

এ মাসের শেষ দিকে পাকিস্তান সফরের টেস্ট সিরিজ দিয়ে নিজের টেস্ট অধিনায়কত্বের শুরুটা করবেন টিম সাউদি।

টেস্টে নিউজিল্যান্ডের সফলতম অধিনায়কদের ভেতর উপরের দিকেই থাকবে উইলিয়ামসনের নাম। গত বছর তার নেতৃত্বে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ব্ল্যাকক্যাপসরা। সফলতা পাওয়ার পরও নিজে অন্য কাউকে দায়িত্ব দেওয়াটা ভালো মনে করেই নেতৃত্ব ছাড়লেন উইলিয়ামসন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি